Advertisement

Sukanta Majumder: রাজ্যের ৬ কেন্দ্রের মধ্যে কি শুধু একটিই জিতবে BJP? সুকান্তের কথায় সেই ইঙ্গিত

সমাসন্ন রাজ্যেক ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের মাদারিহাটও। এই কেন্দ্রে ২০২১ সালে জিতেছিল বিজেপি। এই আসনটি উপনির্বাচনে তারা ধরে রাখতে পারবে বলে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন,'মাদারিহাট আমাদের শক্ত ঘাঁটি। স্বচ্ছ ও অবাধ নির্বাচন হলে আমরা বিশ্বাস মাদারিহাট আবার জিতব'। তিনি যোগ করেন,'আগেরবার উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর হার্মাদ বাহিনী ভোট দিতে দেয়নি। নির্বাচন কমিশন আটকাতে পারলে মাদারহাটে বিপুল ভোটে জিতব'।

Advertisement
POST A COMMENT