Advertisement

Madan Mitra: 'পিস হাউসের নামে রাজ্যপাল হিংসা ছড়াচ্ছেন', মন্তব্য মদন মিত্রের

রাজ্যপাল পিস হাউসের নামে হিংসা ছড়াচ্ছেন। শিলিগুড়িতে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা মদন মিত্র। তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কটাক্ষ করে বলেন, রাজভবনকে তিনি অপবিত্র করছেন। ভোটের পরে কলকাতা পুরসভার উচিত জল দিয়ে রাজভবনটি ধুয়ে পরিষ্কার করে দেওয়া। মদন মিত্র বলেন, আগের রাজ্যপালও এখানে ওখানে ঘুরতেই, এই রাজ্যপালও ঘুরছেন। এত ঘোরার শখ থাকলে মণিপুর, উত্তরপ্রদেশে যান।

Advertisement
POST A COMMENT