Advertisement

Train Derailed: ফের ট্রেন দুর্ঘটনা, ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ির ৬ টি বগি

ফের উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনা। আবার দুর্ঘটনাস্থল ময়নাগুড়ি। মঙ্গলবার সাতসকালে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। ছয়টি বগি লাইনচ্যুত হবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। জানা যায় এদিন সকালে একটি খালি মালগাড়ি ধূপগুড়ির দিক থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। ময়নাগুড়ি রেল স্টেশনের কাছাকাছি মালগাড়িটির মাঝামাঝি স্থানের বগিগুলো আলাদা হয়ে যায়। ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত হবার পরে দুই নম্বর রেললাইন ও এক নম্বর রেললাইনে ট্রেনের যন্ত্রপাতি ছড়িয়ে যায়। এক নম্বর লাইনে জলের পাইপ ভেঙে যায়।

Advertisement
POST A COMMENT