Advertisement

Ukil Burman Returned: 'ও ইন্ডিয়ান, মেরে ফেল', ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশিদের, তারপর...

গত ১৬ এপ্রিল কোচবিহারের শীতলকুচির সীমান্ত লাগোয়া জমিতে চাষ করতে গিয়েছিলেন। তাঁকে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশের দুস্কৃতীরা। এরপর বিজিবির হেফাজতে দীর্ঘ ২৯ দিন ছিলেন। বিজিবি ও বিএসএফের আলোচনার পর উকিল বর্মন বাড়ি ফেরেন। তিনি জানান,পরিবারের আর কাউকে জমি চাষ করতে পাঠাবেন না। বাংলাদেশিরা বলছিল মেরে ফেলতে। তবে বিজিবি তাঁকে বাঁচায়।

Advertisement
POST A COMMENT