Advertisement

Valentines Day 2024 Special Story: ভ্যালেন্টাইনস ডেতে ফুলের জলসা শিলিগুড়িতে, বাজার ছেয়েছে রঙ বেরঙের গোলাপে

শিলিগুড়ির হাসমিচক সংলগ্ন ফুলের দোকানগুলিতে দেখা গেল হরেক রঙের গোলাপ ফুলের পসরা। হলুদ, গোলাপি, সাদা, কমলা সহ এই বছর বাড়তি পাওনা হিসেবে রয়েছে নীল এবং সবুজ রঙের গোলাপ। পাশাপাশি বিক্রেতারা জানাচ্ছেন বহু দূর-দূরান্ত রাজ্য থেকে এ বছর শিলিগুড়ি বাজারে গোলাপ ফুল এসে পৌঁছেছে। তবুও দাম সাধ্যের মধ্যেই রয়েছে। যতই রংবেরঙের গোলাপ এসে থাকুক না কেন লাল গোলাপই রাজ্যত্ব করছে বাজার জুড়ে অর্থাৎ সব রঙের গোলাপের মধ্যে লাল গোলাপরই চাহিদা বেশি বলে জানাচ্ছেন বিক্রেতারা। সব মিলিয়ে জমজমাট ভ্যালেন্টাইনস ডে-র বাজার।

Advertisement
POST A COMMENT