Advertisement

Vande Bharat Restaurant Malda: এবার বন্দেভারত ট্রেনের আদলে পুরাতন মালদার কোর্ট স্টেশনে চালু হল বন্দে ভারত কোচ রেস্টুরেন্ট

বন্দেভারতের গতি নিয়ে প্রশ্ন না থাকলেও খাবার নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু রেল মন্ত্রক মেতে রয়েছে সেই বন্দে ভারত নিয়েই। এবার বন্দেভারত ট্রেনের আদলে পুরাতন মালদার কোর্ট স্টেশনে চালু হল বন্দে ভারত কোচ রেস্টুরেন্ট। মাছ মাংসের বিভিন্ন রকম প্রিপারেশনের পাশাপাশি মেনু কার্ডে থাকছে নিরামিষের একাধিক পদ। মানে পকেটে পয়সা থাকলে এখানে এলে আপনাকে না খেয়ে ফিরে যেতে হবে না। আপনার মনের মতো খাবার চাওয়া মাত্রই আপনার টেবিলের সামনে চলে আসবে। পুরনো কোচকে নতুন করে একেবারে বন্দে ভারত ট্রেনের কোচের আদলে সাজিয়ে এই রেস্টুরেন্ট তৈরি হয়েছে। ফিতে কেটে আনুষ্ঠানিক শুভ সূচনা করেন কাটিহার ডিভিশনের সিনিয়র ডিসিএম প্রশান্ত কুমার পি, এছাড়াও ছিলেন পুরাতন মালদা কোট স্টেশনের ম্যানেজার প্রদীপ কুমার রায় সহ অন্যান্য রেলওয়ে আধিকারিক ও কর্মীরা।

Vande Bharat Restaurant Malda.

Advertisement