Advertisement

'ইট মারলে, পাটকেল খাবে,' SIR ইস্যুতে হুঁশিয়ারি মন্ত্রী Siddiqullah Chowdhury এর, VIDEO

SIR প্রক্রিয়ায় বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের নাম বাদ পড়বে, বারবার দাবি করছে রাজ্য বিজেপি। আবার তৃণমূল কংগ্রেসের হুঁশিয়ারি, একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলনে নামবে দল। এহেন বিতর্কের মাঝে মুখ খুললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। শিলিগুড়িতে এই বিষয়ে সিদ্দিকুল্লার বক্তব্য, 'আমরা ভারতের নাগরিকদের সাপোর্ট দিতে চাইছি। কার নাম বাদ যাবে, ভবিষ্যতে দেখা যাবে। মুসলমানদের চিমটি কেটে লাভ নেই। আমাদের চামড়া খুব শক্ত। কেউ ইট মারলে, পাটকেল খাবে।'

Advertisement
POST A COMMENT