ভোট বলে কথা। তাও আবার বাংলায়। তাই নাটক হবে না তা কখনও হয় নাকি। পঞ্চায়েত ভোটের রঙ্গমঞ্চ দেখুন। যেন সিনেমা চলছে! এক নির্দল প্রার্থী মনোনয়ন জমা দিতে যাচ্ছেন। আর তৃণমূলরা নির্দল প্রার্থীর ব্যাগ ছিনতাই করে পগারপার। তাঁর পিছনে ধাওয়া করছেন প্রার্থী স্বয়ং। অনেকেই মজা করে বলছেন শাসক দলের কি টাকার অভাব হল নাকি যে নির্দলের টাকার ব্যাগ নিয়ে পালাচ্ছেন? এই ঘটনা কোচবিহারের। তৃণমূলে ছিলেন কিন্তু পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থীর হয়ে এবার মনোনয়ন জমা দিতে গিয়েই এই আজব-কাণ্ডের সাক্ষী থাকলেন রুমিনা বিবি। যেন ভোটের আগেই শাসককে তারা করার প্রস্তুতি সেরে রাখলেন তিনি। জানা গিয়েছে, নির্দল প্রার্থীর থেকে নমিনেশনের কাগজ ও টাকার ব্যাগ ছিনিয়ে বাইকের ব্যাটারি চুরি করে পালালো TMC-র কর্মীরা। তবে ছাড়বার পাত্র নন ওই নির্দলপ্রার্থী। তিনিও পিছনে ধাওয়া করলেন। এই ঘটনাটি ঘটেছে কোচবিহারে। পঞ্চায়েত নির্বাচনের আগে আর কি কি দেখতে হবে বাংলার মানুষকে। এই প্রশ্নই করছেন সাধারণ মানুষ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বরে। জানা গিয়েছে, গোবরাছড়া নয়ারহাট এলাকার তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যা রুমিনা বিবি দলের টিকিট না পেয়ে এবারে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাহেবগঞ্জ বিডিও অফিসে নমিনেশন জমা করতে আসেন তিনি। নির্দলের হয়ে দাঁড়াচ্ছেন এমনটাই মন্তব্য করেন। অভিযোগ, এরপরেই তাঁর উপরে চড়াও ব্লক অফিস থেকে বেরোতেই তার হাত থেকে কাগজপত্র ও একটি টাকার ব্যাগ নিয়ে পালায় তিন চারজন তৃণমূল কংগ্রেস কর্মী। ওই প্রার্থীও চিৎকার করে পেছনে ধাওয়া শুরু করে। কিন্তু ততক্ষণে বিডিও অফিসের পেছনে দিক দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ওই মহিলা।
west bengal panchayat polls 2023 in coochbehar.