Advertisement

Elephant Enters Locality: শিলিগুড়ি শহরে আচমকা ঢুকল হাতি, তারপর কী করল! দেখুন ভিডিও

লোকালয়ে সাত সকালে একটি বুনো হাতির দাপিয়ে বেড়ানো ঘিরে চাঞ্চল্য শিলিগুড়িতে। শনিবার সকাল বেলা ফুলবাড়ি ১ও ২ নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হাতি দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এখনো পর্যন্ত হাতির আক্রমণে কোনও রকমের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হাতিটি ইতিমধ্যে আশ্রয় নিয়েছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পাশে ভোলার মোড় আরপিএফ এর চার নম্বর ব্যাটেলিয়ানে ভেতরে। হাতি লোকালয়ে চলে আসার খবর পেয়ে ছুটে আসে শিলিগুড়ি ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। স্থানীয় ও বনদফরের অনুমান হাতিটি বৈকন্ঠপুর জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে। দিনের আলো ফুটতেই হয়তো পথ ভুলে আর জঙ্গলে ফিরতে পারেনি। তবে বনকর্মীরা নজর রাখছে এবং সন্ধ্যা নাগাদ তাকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করা হবে বলে বনদফতর সূত্রে খবর।

Advertisement
POST A COMMENT