Bhabanipur Bypoll Result: ভবানীপুর উপনির্বাচনে জিতেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর তাঁর জয়ে আনন্দে মেতেছেন তৃণমূল সমর্থকেরা।
সবুজ আবির মাখিয়ে ও সবুজ রসগোল্লা দিয়ে মিষ্টি মুখ করিয়ে শহর বর্ধমানের খাগড়াগড় মোড়ে উপনির্বাচনে 'দিদি'র জয়ের উল্লাসে মাতলেন টিএমসি কর্মীরা।
বর্ধমানের খাগড়াগড়ে ২ হাজার সবুজ রসগোল্লা দিয়ে পথে চলতি মানুষদের মিষ্টিমুখ করালেন তৃণমূল কর্মীরা।
বর্ধমান স্টেশন থেকে নবাব হাট যেতে আসতে জিটি রোডে যাতায়াতকারী টোটো ও বাস থামিয়ে চালক ও যাত্রীরাও মিষ্টি মুখ কব়লেন হাসি মুখে।
খাগড়াগড় যুব টিএমসি সদস্য মহম্মদ ইনসান জানালেন, মুখ্যমন্ত্রী দিদির বিপুল ভোটে জয়লাভের খুশি পালন করেছেন তাঁরা।
রীতিমত মাইকে "মা মাটি মানুষের জয় " গান বাজিয়ে আবির খেলে ও মিষ্টি মুখ করিয়ে জয়ের আনন্দ ভাগ করে নিলেন তারা।
নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন। হেরেছেন শুভেন্দু অধিকারীর কাছে। এবার আর কোনও সংশয় নেই। তিনিই মুখ্যমন্ত্রী থাকছেন।
৩ আইনজীবীর লড়াই
ভবানীপুরে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে প্রার্থী করেছে। আর বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।