তবে সেই কমানো কিছুই না। বলছেন মানুষ। কারণ ইতিমধ্যে জ্বালানির দাম কলকাতা-সহ রাজ্যের বেশিরভাগ জায়গায় ১০০ টাকা পেরিয়েছে।
এভাবেই প্রতিবাদ জানালেন তিনি। তাঁর নাম সন্দীপন সরকার। মেমারির পাল্লা রোড থেকে যাত্রা শুরু হয়েছিল তাঁর।
গন্তব্য ছিল জামালপুরের ইসলামপুর। যাতায়াতের একটা বড় সময় চলে গেল। সাইকেলে। কারণ ৬০ কিলোমিটার সাইকেল পার করা চাট্টিখানি কথা নয়।
এসএমএসে জেনে নিন জ্বালানির দাম
পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price) কত, তা জেনে নিন এসএমএসের সাহায্যে। তা আপনি যে শহরেরই বাসিন্দা হোন না কেন। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকেরা RSP কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ (9224992249) নম্বরে এসএমএস করলেই হয়ে যাবে। নিজের শহরের আরএসপি কোড জানতে এখানে ক্লিক করুন।
পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol-Diesel Price ) চড়া হওয়ায় লাগাতার বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। তাদের দাবি, কেন্দ্র মানুষের ওপর চাপ বাড়িয়ে কোটি কোটি টাকা রাজস্ব আদায় করছে। মানুষের কথা ভাবছে না কেন্দ্র।