Gorkha Janamukti Morcha Bimal Gurung: গোর্খা জনমুক্তি মোর্চ নেতা বিমল গুরুং (Gorkha Janamukti Morcha Bimal Gurung)-কে পাওয়া গেল একেবারে অন্য মেজাজে। দলের ১৫তম প্রতিষ্ঠা দিবসে। সেইসঙ্গে তিনি ফের একবার জানিয়ে দিলেন, রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)-এর সঙ্গে।
দার্জিলিংয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই অংশ নেন গোর্খা জনমুক্তি মোর্চ নেতা বিমল গুরুং (Gorkha Janamukti Morcha Bimal Gurung)।
নাচ-গানে কোমর দোলালেন তিনি (Gorkha Janamukti Morcha Bimal Gurung)। সবার সঙ্গে আনন্দে মেতে উঠলেন। মাথায় টুপি, গলায় উত্তরীয়।
দারুণ উপভোগ করলেন দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। দার্জিলিংয়ের তুকভরে। যা তাঁর এলাকা বলে পরিচিত।
এদিন তিনি (Gorkha Janamukti Morcha Bimal Gurung) বলেন, পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি ভাল নয়। আমি একেবারে অন্য কারণে রাজনীতি করেছি। আমি পাহাড়ের মানুষের জন্য ভাবি। করোনার কারণে পাহাড়ে ব্যবসা খুব মার খেয়েছে।
তিনি মমতা (WB CM Mamata Banerjee)-র পাশেই আছে। ফের জানিয়ে দেন। বলেন, আমি রাজ্য সরকারের সঙ্গে কাজ করব। তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, এখানকার সব সমস্যার সমাধান করে দেবেন। এদিন বিজেপির তুমুল সমালোচনা করেন তিনি। বলেন, বিজেপি গোর্খা জনজাতিকে ব্যবহার করেছে। আমরা তাদের ১৫ন বছর সময় দিয়েছিলাম। তাই আমি এখন তাদের আর ভরসা করি না। কেন্দ্র সরকার এ ব্য়াপারে একটা বৈঠক ডেকেছে। তবে আমি সেখানে যোগ দেব না।
জুন মাসে পাহাড়ে আইসোলেশন সেন্টার খুলেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং। এক স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে তা খোলা হয়েছে। সেখানে কোভিড হাসপাতালের মতো পরিষেবা পাওয়া যাবে। যেখানে রয়েছি ৬০টি শয্যা। বিমল গুরুংয়ের স্কুল কাঞ্চনজঙ্ঘায়। তাঁর স্কুলের কাছে সেটি খোলা হয়েছে। এবং নাম দেওয়া হয়েছে কাঞ্চনজঙ্ঘা আইসোলেশন সেন্টার। সিঙ্গালিলা ওয়েলফেয়ার সোসাইটি এই কাজে সহযোগিতা করেছে। সেটি তুকভরে রয়েছে।