scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির কালা দিবস পালন শিলিগুড়িতে

বিজেপির কালা দিবস পালন শিলিগুড়িতে
  • 1/11

ভোট-পরবর্তী হিংসার ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে কালা দিবস পালন করল বিজেপি। বারবার পোস্টারে জরুরি অবস্থার কথা লিখে পুরনো রাজনৈতিক অবস্থার সঙ্গে তুলনা করা হয়।

 

বিজেপির কালা দিবস পালন শিলিগুড়িতে
  • 2/11

রাজ্যজুড়ে ভোট-পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের অত্যাচারিত হওয়ার ঘটনা ঘটেছে। বহু বিজেপি কর্মীকে খুন হতে হয়েছে বলে অভিযোগ তাঁদের।

বিজেপির কালা দিবস পালন শিলিগুড়িতে
  • 3/11

বহু কর্মী ঘরছাড়া হয়ে অসম সহ অন্য রাজ্যে পালিয়ে চলে গিয়েছে। যাঁদের ফেরাতে অনুরোধে কাজ হয়নি। আসরে নামতে হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে। 

Advertisement
বিজেপির কালা দিবস পালন শিলিগুড়িতে
  • 4/11

বৃহস্পতিবারও বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার নেতৃত্বে একটি জন প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর সাহায্য প্রার্থনা করে।

বিজেপির কালা দিবস পালন শিলিগুড়িতে
  • 5/11

তারপরই রাজ্যপাল টুইট করে রাজ্যেপ পরিস্থিতির দিকে নজর দিতে প্রশাসনকে অনুরোধ করেন। তাতে ট্যাগ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বিজেপির কালা দিবস পালন শিলিগুড়িতে
  • 6/11

সমস্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিজেপির তরফে শিলিগুড়িতে কালা দিবস পালন করা হল। এই কালা দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়করা।

বিজেপির কালা দিবস পালন শিলিগুড়িতে
  • 7/11

সেই সঙ্গে বিজেপির শিলিগুড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ির সাংগঠনিক জেলার নেতৃত্বরাও এদিন প্রতিবাদে শামিল হলেন তাঁরা। 

Advertisement
বিজেপির কালা দিবস পালন শিলিগুড়িতে
  • 8/11

ইন্দিরা গান্ধীর সময়ের দেশজুড়ে যে জরুরি অবস্থার সৃষ্টি হয়েছিল। সেই স্মৃতিটারণ করে রাজ্য়ের বর্তমান পরিস্থিতি তার সঙ্গে তুলনীয় বলে বিজেপি দাবি।

বিজেপির কালা দিবস পালন শিলিগুড়িতে
  • 9/11

এদিন বিধায়কদের মধ্যে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ জেলা বিজেপির নেতৃত্বরা।

বিজেপির কালা দিবস পালন শিলিগুড়িতে
  • 10/11

বিজেপি নেতা কর্মীরা শিলিগুড়ির হাসমিচকে রাস্তার পাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রতিবাদে শামিল হন। তবে প্রতিবাদ বিক্ষোভ লাগাতার চলবে।

বিজেপির কালা দিবস পালন শিলিগুড়িতে
  • 11/11

বিজেপির তরফ থেকে শুধু শাসকদল তৃণমূল নয়, বিভিন্ন জায়গায় সরকার আধিকারিক, পুলিশ, প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে পক্ষপাতিত্ব এবং সরাসরি তৃণমূলের হয়ে কাজ করার।

Advertisement