Advertisement
পশ্চিমবঙ্গ

কুকুরের রক্তদান! সিউড়িতে প্রাণ বাঁচল আরও ২ সারমেয়র

কুকুরের রক্তদান
  • 1/6

দুই পথ কুকুরের রক্তে প্রাণে বাঁচল আরও দুই পথ কুকুরের। নজির সৃষ্টিকারী এই ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়িতে (Birbhum Siuri)। একটি প্রাণীপ্রেমী সংস্থার তত্ত্বাবধানে ঘটে সমগ্র ঘঠনাটি। 

কুকুরের রক্তদান
  • 2/6

জানা গিয়েছে, রামপুরহাট (Rampurhat) থেকে একটি অসুস্থ পথ কুকুর তারা প্রথমে উদ্ধার করে। সেই কুকুরটি ক্যনসারে আক্রান্ত ছিল। সেই কুকুরটিকে কেমো দেন সরকারি পশু চিকিৎসকেরা। 

প্রতীকী ছবি
  • 3/6

এরপর সাঁইথিয়া (Sainthia) থেকে আরও একটি কুকুরকে আনা হয়। সেটির ছিল টিউমার। দুটি কুকুরেরই অপারেশনের প্রয়োজন  হয়। কিন্তু অপারেশানের করতে গেলে প্রয়োজন রক্তের। লাগবে কুকুরেরই রক্ত। আর সেই রক্তের ব্যাগও  আলাদা, যা এখান মেলে না। 

Advertisement
কুকুরের রক্তদান
  • 4/6

এদিকে এই খবর শুনে বীরভূমের জেলাশাসক বিধান রায় এগিয়ে আসেন। তাঁর প্রচেষ্টায় পুণে (Pune) থেকে আনা হয় কুকুরের  রক্তবাহী  ব্যাগ। তবে সেখানেই সমস্যার শেষ নয়।

কুকুরের রক্তদান
  • 5/6

এরপর দরকার রক্তদাতা কুকুরের। তার জন্য আরও ৬টি পথ কুকুরকে ধরা আনা হয়। সেগুলির মধ্যে ২টি কুকুরের রক্তের গ্রুপ মিলে যায়। এরপর পশু চিকিৎসক সৌরভ কুমার ক্যানসার এবং  টিউমারে আক্রান্ত দুটি কুকুরের অপারেশন করেন। প্রচুর  রক্ত লাগে দুটি কুকুরের।

প্রতীকী ছবি
  • 6/6

শনিবার  চিকিৎসকরা জানান, চারটি কুকুরই সুস্থ হয়ে উঠছে। তবে কুকুরের দেহ থেকে রক্ত নিয়ে অন্য কুকুরের চিকিৎসার খুব বেশি নজির নেই। 

Advertisement