ক্রিসমাস (Christmas 2022) বা বড়দিনে (25th December) জাঁকিয়ে শীত, বিগত কয়েক বছরে মোটামুটি এটাই কলকাতা তথা গোটা রাজ্যের ট্রেন্ড থাকলেও এই বছর হয়ত সেই ধারাবাহিকতায় ছেদ পড়তে চলেছে।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আপাতত ৫ দিন দুই বঙ্গেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে মূলত শুষ্ক ও পরিষ্কার।
তবে প্রথম ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন - রোমহর্ষক! মালদায় উদ্ধার আস্ত কাটা মুন্ডু, নেপথ্যে খুন না বলি?
পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আপাতত ৪৮ ঘণ্টা সকালের দিকে হালকা কুয়াশার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্র ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।
২৩ তারিখ থেকে ধীরে ধীরে বাড়বে রাতের তাপমাত্রা। সেক্ষেত্রে রাতের তাপমাত্রা বাড়বে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। দুই বঙ্গেই দেখা যাবে এমন পরিস্থিতি।