পুজোর পর থেকেই বেলাগাম করোনা সংক্রমণ। আর এই পরিস্থিতিতে রাজপুর-সোনারপুরে কার্যত লকডাউন শুরু হল আজ থেকে।
বৃহস্পতিবার থেকে তিনদিন বন্ধ রাজপুর-সোনারপুর পুরসভার এলাকার বাজার, দোকান। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য বেচাকেনায় ছাড় পাওয়া যাচ্ছে।
কার্যত লকডাউনের প্রথম দিনই সোনারপুর ও নরেন্দ্রপুর থানার পুলিশ রাজপুর সোনারপুর পুর এলাকায় অভিযানে নেমে মোট ৭৪ জনকে গ্রেফতার করে। মাস্ক ছাড়া বাইরে বেড়িয়েছেন এমন বেপরোয়া সাধারণ মানুষ ও সরকারি নির্দেশিকা অমান্যকারীদের গ্রেফতার করা হয়েছে।
পুর এলাকার সোনারপুর, রাজপুর, হরিনাভি, গড়িয়া, বোরাল, বালিয়া-সহ একাধিক এলাকায় অভিযান চালায় পুলিশ। করোনা সচেতনতা মূলক মাইকে প্রচার,মাস্ক প্রদান কর্মসূচিও নেওয়া হয় এদিন।
রাজপুর-সোনারপুর পুর এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে তিন দিন কার্যত লকডাউনের সিন্ধান্ত নিয়েছে পুর প্রশাসন। বৃহস্পতিবার ছিলো প্রথম দিন। সরকারি নির্দেশিকা পালনে পুলিশি তৎপরতা ছিলো চোখে পরার মত।