scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Cyclone Sitrang Latest Update Today : উপকূলের আরও কাছে সাইক্লোন সিতরাং, কখন আছড়ে পড়বে?

প্রতীকী ছবি
  • 1/7

বঙ্গোপসাগর দিয়ে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় সিতরাং (Cyclone Sitrang)। বর্তমানে বাংলাদেশের বড়িশাল থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণে এবং সাগর দ্বীপ থেকে ২৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থান ঘূর্ণিঝড়টি। 

প্রতীকী ছবি
  • 2/7

এটি উত্তর-উত্তরপূর্বে অগ্রসর হয়ে মধ্যরাতে বা আগামিকাল (Tuesday) ভোরে তিনকোনা দ্বীপ এবং বরিশালের কাছাকাছি সন্দ্বীপের মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

প্রতীকী ছবি
  • 3/7

ইতিমধ্যেই দুর্যোগ থেকে মানুষকে সতর্ক ও সাবধানে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের বাড়ির কালীপুজোর ব্যস্ততার মাঝেই মুখ্যমন্ত্রী জানান, রাত বারোটা নাগাদ বড়িশালে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। এর ফলে বাংলায় হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

এক্ষেত্রে মঙ্গলবার ভোরের দিকে আবহাওয়া আরও একটু খারাপ হতে পারে বলেই আশঙ্কাপ্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন,'যাঁদের সরিয়ে নিয়ে আসা হয়েছে, তাঁরা সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত ফিরে যাবেন না।' 

প্রতীকী ছবি
  • 5/7

একইসঙ্গে সুন্দরবন-সাগরের মতো যে সব জায়গায় বেশি সমস্যা রয়েছে সেখানে মানুষকে সরকারের সঙ্গে সহযোগিতা করার আবেদনও জানান। 

আরও পড়ুনদীপাবলিতে চোখ-ত্বক বাঁচিয়ে পোড়ান বাজি, রইল ৭ টিপস

প্রতীকী ছবি
  • 6/7

পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা জারি থাকবে বলেও জানান মমতা (CM Mamata Banerjee)। 

প্রতীকী ছবি
  • 7/7

রাজ্যবাসীকে নিজের নিজের মতো করে উৎসব উদযাপনের বার্তা দিলেও বেশি ঝড়বৃষ্টিতে বাইরে না বেরোনোরই পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement