রবিবার হাতির হানায় ফের মৃত্যু হল এক ব্যক্তির। ঝাড়গ্রামের শালবনির ঘটনা। মৃত ব্যাক্তির দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
সমস্যার সমাধানের দাবিতে প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা। হাতির সমস্যার স্থায়ী সমাধান না হলে অবরোধ চালানোর হুঁশিয়ারি দেন তাঁরা।
স্থানীয় সূত্রে খবর, বরিয়ার বাসিন্দা পাড়ু মাহাতো, কচড়া তুলতে ক্যানেল পাড়ের জঙ্গলে গিয়েছিল। এদিন একাই ছিল সে।
এক মনে কচড়া তোলার সময় খেয়াল করেননি কখন হাতি পিছনে চলে এসেছে। যখন টের পেলেন তখন আর বাঁচার বা পালানোর কোনও সুযোগ ছিল না।
কোনও সুযোগ না দিয়ে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মারা যান পাড়ুবাবু। এরপরই খবর ছড়িয়ে পড়তেই ক্ষেপে ওঠেন এলাকার মানুষ।
তারা কলাবনির কাছে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাঁদের দাবি, স্থায়ী সমাধানের আশ্বাস না পেলে অবরোধ উঠবে না।
প্রসঙ্গত শালবনি, কলাবনি, বড়িয়া সহ এই গোটা এলাকায় এখন সারা বছরই হাতির আনাগোণা রয়েছে। রোজ কোনো না কোনো গ্রামে খাবারের খোঁজে ঢোকে হাতি। কিছু হাতি আশপাশেই থাকে।