scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

দিঘায় বাড়ছে বাতাসের গতিবেগ, আকাশ ঢাকল কালো মেঘে; সতর্কতা

জাওয়াদ
  • 1/5

জাওয়াদ ক্রমশ শক্তিশালী হচ্ছে। বাড়ছে বাতাসের গতিবেগ। অমাবস্যার ভরা কোটালে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা, খালি করা হচ্ছে দিঘার সমুদ্র তট। 
 

জাওয়াদের প্রভাবে
  • 2/5

জাওয়াদের প্রভাবে দিঘা সহ মেদিনীপুর জেলা জুড়ে  মধ্যরাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতিমধ্যে, দিঘা এখন পর্যটকশূন্য বলা যেতে পারে।  
 

হাতে গোনা
  • 3/5

হাতে গোনা দু'একজন পর্যটক সেখানে উপস্থিত রয়েছে। NDRF টিম গ্রামে গ্রামে গিয়ে সচেতনতা মূলক প্রচার চালাচ্ছে। ফ্লাড সেন্টার গুলিকে তৈরি রাখা হয়েছে। 
 

Advertisement
সকাল
  • 4/5

সকাল থেকেই দিঘায় মেঘলা আকাশ, ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। জাওয়াদের কারণে দিঘায় সমুদ্র পারে কড়া নজরদারি চলছে প্রশাসনের। প্রস্তুত রয়েছে এনডিআরএফ এর দল। 
 

ইতিমধ্যে
  • 5/5

ইতিমধ্যে বেশকিছু পর্যটকদের সমুদ্র এলাকা থেকে দূরে সরে যেতে বলা হয়। সমুদ্রের জলোচ্ছ্বাস ক্রমশ বাড়ছে, গার্ডওয়াল পেরিয়ে জনবসতি এলাকায় ঢুকতে পারে সমুদ্রের জল, এমনই আশঙ্কাবোধ করছে দিঘা প্রশাসন, তাই কড়া নজরদারির সঙ্গে তৎপর রয়েছেন তাঁরা।

Advertisement