scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Durga Puja 2021: দুর্গাপুজোয় পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণে মানতেই হবে এই গাইডলাইন, জানাল পুলিশ

এবছর পুজোয় রয়েছে
  • 1/8

এবছর পুজোয় রয়েছে একগুচ্ছ গাইডলাইন। এগুলি মাথায় রেখেছি পালন করতে হবে পুজো। নাহলে মুশকিলে পড়তে হতে পারে পুজো ক্লাবগুলিকে। যে নিয়মগুলি মেনে চলতেই হবে সেগুলি শনিবার ফেসবুকে আবারও জানিয়ে দেয়। এই নিয়মগুলি হল-
 

মাননীয় কলকাতা
  • 2/8

মাননীয় কলকাতা হাইকোর্টের নির্দেশে পূজা মণ্ডপের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। পুজো মণ্ডপগুলো সবদিক থেকে খোলা রাখতে হবে।যাতে সামাজিক দূরত্ব বজায় রাখার পর্যাপ্ত জায়গা থাকে।
 

প্রতিটি মণ্ডপে
  • 3/8

প্রতিটি মণ্ডপে আলাদা আলাদা প্রবেশ এবং বাহির দ্বার থাকবে।

 

 

 

Advertisement
সর্বসাধারণকে
  • 4/8

সর্বসাধারণকে পুজো কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হবে পুষ্পাঞ্জলির ফুল বাড়ি থেকেই নিয়ে আসতে হবে, যাতে মণ্ডপে ফুলের জন্য অপেক্ষা করতে গিয়ে ভিড়ের সৃষ্টি না হয়।
 

সিঁদুর খেলা, প্রসাদ বিতরণ
  • 5/8

সিঁদুর খেলা, প্রসাদ বিতরণ ইত্যাদির সময় যাতে বেশি ভিড় না হয়, তার জন্য আগে থেকেই পরিকল্পনা নিতে হবে।
 

মণ্ডপ উদ্বোধন
  • 6/8

মণ্ডপ উদ্বোধন, পুরস্কার বিতরণ, এবং ওই জাতীয় অন্যান্য কর্মসূচীর ক্ষেত্রে সংযমী হতে হবে।
 

বিভিন্ন পুরস্কারের
  • 7/8

বিভিন্ন পুরস্কারের বিচারক মণ্ডলী যথাসম্ভব অনলাইনেই মণ্ডপ পরিদর্শন এবং সশরীরে পরিদর্শন করলে সকাল ১০ টা থেকে দুপুর ৩ টের মধ্যে যখন দর্শনার্থীদের ভিড় অপেক্ষাকৃত কম থাকে।
 

Advertisement
ভিড় কমাতে
  • 8/8

ভিড় কমাতে তৃতীয়া থেকেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে।

Advertisement