scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Durga Puja 2021 : মালদার টন টন পদ্ম পাড়ি বাংলাদেশে, হাসি কৃষকদের মুখে

Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk মালদার পদ্ম
  • 1/15

Durga Puja 2021: এবারের মালদার পদ্মফুল রপ্তানি হবে বাংলাদেশে। দুর্গাপুজা মালদায় এবারে ব্যাপক হারে পদ্ম ফুলের চাষ হয়েছে। 

Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk মালদা
  • 2/15

বাজারদর ভাল মেলায় হাসি ফুটেছে পদ্মচাষীদের। এরই মধ্যে মালদা থেকে কয়েক টন পদ্মফুল বাংলাদেশের পাঠানোর উদ্যোগ নিয়েছে রপ্তানিকারকেরা।

Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk মালদার পদ্ম বাংলাদেশে
  • 3/15

এ বছর মালদার পদ্মচাষীরা এই ফুলের চাষ করে ভাল লাভের আশা দেখছেন।

Advertisement
Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk পদ্ম বাংলাদেশে
  • 4/15

ইতিমধ্যে মালদার বেশকিছু হিমঘরে পদ্মফুল সংরক্ষিত করে রাখার কাজ শুরু করে দিয়েছেন চাষীরা। আর কয়েকদিন পর দুর্গাপুজো। পুজো শুরুর প্রাক্কালে ভিন রাজ্যের পাশাপাশি পদ্মফুল এবারেও বাংলাদেশে পাঠানোর উদ্যোগী হয়েছেন রপ্তানিকারকেরা।

Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk one
  • 5/15

মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তথা মালদা সুস্থানি মোড় এলাকার একটি হিমঘরের মালিক উজ্জ্বল সাহা জানিয়েছেন, দুর্গাপুজোর প্রাক্কালে এখন থেকে পদ্মফুল হিমঘরে সংরক্ষিত করে রাখার জন্য নিয়ে আসছেন চাষিরা। দুর্গাপুজোয় ১০৮টি করে পদ্মফুল প্রয়োজন হয়।

Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk two
  • 6/15

এ ছাড়াও আশ্বিন-কার্তিক মাসে বিভিন্ন পুজোর ক্ষেত্রে পদ্মফুলের চাহিদা রয়েছে। এতদিন ওড়িশা থেকেই বড় মাপের পদ্মফুল মালদার পাশাপাশি বাইরেও রপ্তানি হত। এবারের মালদায় ব্যাপক পদ্মফুল উৎপাদন হয়েছে।

Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk three
  • 7/15

যা মালদা থেকে বাংলাদেশের পাশাপাশি অসম, ঝাড়খন্ড, বিহার, উত্তরপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে রপ্তানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ভিন রাজ্য তথা বাংলাদেশের কয়েকজন রপ্তানিকারকেরা পদ্মফুল নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

Advertisement
Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk four
  • 8/15

ভিন রাজ্য এবং বাংলাদেশের রপ্তানিকারকদের সেই আগ্রহে সাড়া দিয়ে  মালদার পদ্মফুল বাইরে রপ্তানি করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk five
  • 9/15

ইংরেজবাজার শহরের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ী এলাকার পদ্ম চাষী প্রদীপ মণ্ডল, শাহজাহান আলি বলেন, করোনা সংক্রমনের মধ্যে গত বছর পদ্মচাষে কিছুটা ঘাটতি হয়েছিল। কিন্তু এ বছর অনুকূল আবহাওয়ার কারণে পদ্ম চাষ খুব ভাল হয়েছে। 

Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk six
  • 10/15

আগে ওড়িশা থেকে মালদায় পদ্মফুল আমদানি হত। যেটা সরাসরি পাইকারদের কাছে চলে যেত। চড়া দামে পুজো কমিটির উদ্যোক্তাদের সেই পদ্মফুল কিনতে হত।

Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk seven
  • 11/15

তাঁরা আরও জানান, এক পিস পদ্ম ফুল উৎপাদনের ক্ষেত্রে সাড়ে চার টাকা খরচ হয়ে থাকে। কিন্তু এখন বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা পিস হিসাবে। এই বছর পদ্ম ফুল বিভিন্ন পাইকারদের কাছে সরবরাহ করা হবে।

Advertisement
Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk eight
  • 12/15

তা ছাড়াও এবারে মালদার পদ্ম বাইরে রপ্তানি করার ক্ষেত্রেও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন অনেক ব্যবসায়ীরা। তাই মনে করছি এবারে পদ্ম ফুলের চাষে লাভের আশা অনেকটাই বাড়বে।

Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk nine
  • 13/15

উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদা জেলার ১৫টি ব্লকের মধ্যে ইংরেজবাজার, পুরাতন মালদা, হবিবপুর, গাজোল, চাচোল, হরিশ্চন্দ্রপুর, মানিকচক ব্লকগুলিতে পদ্ম চাষ হয়ে থাকে। 

Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk ten
  • 14/15

পরিত্যক্ত জলাশয়ে মূলত পদ্ম চাষ করেন চাষিরা। কেউ অন্যের পুকুর-জলাশয় লিজ নিয়ে পদ্ম চাষ করেন। আবার কেউ নিজেদের জলাশয়ে এই ফুলের চাষ করে থাকেন।

Durga Puja 2021 Malda lotus will be exported to Bangladesh abk eleven
  • 15/15

এবার পদ্ম ফুলের চাষ খুব ভাল হয়েছে। তাতে মনে করা হচ্ছে চাষিরা এবারে অনেকটাই লাভবান হবেন।

Advertisement