scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Durga Puja 2021 : রং-তুলি ও শাড়ি-পাঞ্জাবিতে ফুটে উঠেছে শারদোৎসবের আমেজ

Durga Puja 2021 Nadia Shantipur artist creates Goddess Durga on panjabi sari abk one
  • 1/10

Durga Puja 2021: নদিয়ার শান্তিপুরে এক অঙ্কন শিল্পীর প্রতিভায় বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। নদিয়ার শান্তিপুর শহরের নিশ্চিন্তপুর এলাকার সোনা শর্মা পেশায় একটি বিদ্যালয়ের অস্থায়ী অঙ্কন শিক্ষক।

Durga Puja 2021 Nadia Shantipur artist creates Goddess Durga on panjabi sari abk two
  • 2/10

বাড়িতেও ছবি আঁকা শেখান তিনি। করোনা পরিস্থিতিতে দীর্ঘ দু'বছর ধরে, ভাঁটা পড়েছে আয়ে।

Durga Puja 2021 Nadia Shantipur artist creates Goddess Durga on panjabi sari abk three
  • 3/10

তাই নতুন চিন্তাভাবনায় বাংলা-ইংরেজি নববর্ষ, দোল উৎসব, বড়দিন, রাখি, ভাইফোঁটা, দুর্গাপুজো নানান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আবহকে কাজে লাগিয়ে পোশাকে রং তুলি দিয়ে ফুটিয়ে তোলেন উৎসবের মেজাজ।

Advertisement
Durga Puja 2021 Nadia Shantipur artist creates Goddess Durga on panjabi sari abk four
  • 4/10

আর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিপণনের ব্যবস্থা করেন তিনি। ছাত্রদের মধ্যে সহযোগিতার ভিত্তিতে ১৫ জনের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।

Durga Puja 2021 Nadia Shantipur artist creates Goddess Durga on panjabi sari abk five
  • 5/10

এ প্রসঙ্গে সোনাবাবু বলেন, মেয়েদের শাড়ি-কুর্তির মতোই পুরুষদের সমান চাহিদা পাঞ্জাবিতে। সামনেই দুর্গাপুজো। আর এই সময়, এখনকার প্রজন্মের ছেলেদের কাছে সাবেকিয়ানা ফিরিয়ে আনতে চান।

Durga Puja 2021 Nadia Shantipur artist creates Goddess Durga on panjabi sari abk six
  • 6/10

আর সেই আবহকে কাজে লাগিয়ে রংবেরঙের সুতির পাঞ্জাবির উপর দুর্গা ঠাকুরের ছবি, মন্ত্র লেখার মতো বিভিন্ন অভিনব ডিজাইন মন কেড়েছে ক্রেতাদের। ফলে গত বছরের থেকে এ বছরে পাঞ্জাবি অর্ডার বেড়েছে অনেকটা।

Durga Puja 2021 Nadia Shantipur artist creates Goddess Durga on panjabi sari abk seven
  • 7/10

কাপড়ের গুণমান, সাইজের ওপর নির্ভর করে ৩০০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি শান্তিপুরের তাঁত শাড়ির হাটে বিক্রির ব্যবস্থা থাকলেও অনলাইনে বিক্রি চলছে এই পাঞ্জাবি কেনার জন্য।

Advertisement
Durga Puja 2021 Nadia Shantipur artist creates Goddess Durga on panjabi sari abk eight
  • 8/10

বর্তমানে কোরোনা আবহওয়ে গত বছর থেকে আজ অবধি চলাতে অনেকই কাজ হারিয়েছে অনেকের কাজ চলে গিয়েছে আবার অনেকের হাতে নেই তেমন অর্থ। যার ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। তার মধ্যে আসন্ন দুর্গাপুজো (Durga Puja 2021)। মানুষের সীমিত ক্ষমতার মধ্যে তাই নতুন জামাকাপড় কেনার মতন ইচ্ছা থাকলেও পরিস্থিতি নেই।

Durga Puja 2021 Nadia Shantipur artist creates Goddess Durga on panjabi sari abk nine
  • 9/10

তাই সাধারণ মানুষ যাতে তাদের সামর্থের মধ্যে কাপড়,পাঞ্জাবি, কুর্তা কিনতে পারেন, তার প্রচেষ্টা। শুধু তাই নয়, কিছু ছেলের কর্মসংস্থান করায় অন্তত কিছু মানুষের মনে হাসি ফোটাতে পেরেছেন সোনাবাবু।

Durga Puja 2021 Nadia Shantipur artist creates Goddess Durga on panjabi sari abk ten
  • 10/10

তাই আসন্ন দুর্গাপুজো (Durga Puja 2021) উপলক্ষে তার এই পাঞ্জাবি, কুর্তা কিনতে শুধুমাত্র শান্তিপুর নয়, নদিয়া জেলা-সহ তার আশেপাশের থেকেও অর্ডার কিংবা কিনতে যোগাযোগ শুরু করে দিয়েছে ক্রেতারা। আর দিনে দিনে চাহিদা বাড়ছে।

Advertisement