scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast: পুজোর পর ধেয়ে আসছে নতুন দুর্যোগ, লক্ষ্মীপুজোয় বৃষ্টি না গরম?

Weather Forecast:
  • 1/9


দেশের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে।  রাজ্যের অধিকাংশ জায়গা থেকেও  বর্ষা বিদায় নিয়েছে। তবে বাংলাতে  বিজয়া দশমীতেও  বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। 
 

Weather Forecast:
  • 2/9

 বিজয়া দশমীর দিনও কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছেস বলছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরেরপূর্বাবভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার বজ্রপাত সহ বৃষ্টি হবে। ভিজবে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া।
 

Weather Forecast:
  • 3/9

উত্তরবঙ্গে দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।  দুই দিনাজপুর, মালদহ ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু, শনিবার থেকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। রবি এবং সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

Advertisement
Weather Forecast:
  • 4/9

এদিন সকালে কলকাতার আকাশে অবশ্য রোদের দেখা মিলেছে। তবে আকাশ প্রধানত মেঘলাই থাকবে।  দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  যদিও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 

Weather Forecast:
  • 5/9

এদিকে বৃষ্টির ঘনঘটা আর গলদঘর্ম গরমের মধ্যেই ভালোয় ভালোয় কেটেছে পুজোর দিনগুলি। তবে পুজো মিটলেও আরও বড় দুর্যোগ ধেয়ে আসছে বাংলার বুকে । বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপের জেরে শনিবার থেকেই ফের একটানা বৃষ্টি শুরু হতে পারে। সোমবার থেকে দাপট আরও বাড়বে।
 

Weather Forecast:
  • 6/9

নিম্নচাপের কারণে ১৬ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়ারপরিবর্তন হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। 
 

Weather Forecast:
  • 7/9

বিজয়া দশমীতে বৃষ্টির দাপট বেশি না থাকলেও দ্বাদশীতে ঝেঁপে নামবে বৃষ্টি। চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। তার জেরে ওড়িশা এবং অন্ধ্র উপকূলে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। পুজোর দিনগুলোতে যার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।
 

Advertisement
Weather Forecast:
  • 8/9

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যা এগিয়ে যাবে উত্তর-পশ্চিম দিকে। তা জেরেই বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার থেকে। একটানা মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সমগ্রজেলা জুড়ে এই বৃষ্টি হতে পারে। বিশেষ করে সোমবার ও মঙ্গলবার বৃষ্টির জেরে ফের একবার ঘরবন্দি হয়ে থাকতে হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান জেলার মানুষজনকে। এই নিম্নচাপটি কাটলে ক্রমেই শীত ঢুকবে বঙ্গে।
 

Weather Forecast:
  • 9/9


হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, ১৭ ও ১৮ অক্টোবর ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির দাপট চলতে পারে দক্ষিণবঙ্গে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Advertisement