গলদ ঘর্ম হয়ে অফিস যাওয়া বা বাড়ি ফেরার দিন শেষ হচ্ছে। গণপরিবহণে একের পর এক উন্নতিতে কষ্ট করে সফর থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে আম জনতা।
যদিও এখনও অনেক পথ যাওয়া বাকি। কারণ, রাস্তায় বাস যে রকম কমে গিয়েছে, তেমনই আবার মেট্রো কিংবা ট্রেনের গোলমালেও ভুগতে হচ্ছে যাত্রীদের।
এসবের মধ্যেই সুখবরটি হল, পুজোর আগে পূর্ব রেলে আরও দুটি নতুন রুটে AC লোকালের পাশাপাশি দুটি নতুন ট্রেনও চালু হচ্ছে।
আগে AC লোকালের খবরটি জেনে নেওয়া যাক। শিয়ালদা ডিভিশনে দুটি লোকাল ট্রেন চালানো হবে। শিয়ালদহ-বনগাঁ রুটে এবার ছুটবে এসি লোকাল। এছাড়াও শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত আরও একটি এসি লোকাল চলবে বলে খবর।
শিয়ালদা-বনগাঁ শাখায় এই এসি লোকাল চলবে। বনগাঁ থেকে সেই ট্রেন রানাঘাট যাবে। শিয়ালদা থেকে যাত্রা করে বিধাননগর ও দমদম স্টেশনে প্রথমে এই ট্রেন থামবে।
তারপর দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর স্টেশনে থাকবে।
শিয়ালদা-কৃষ্ণনগর শাখায় শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে বিধাননগর, দমদম স্টেশনে এই ট্রেন থামবে। এরপর বেলঘরিয়া, সোদপুর, খড়দা, বারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদা, রানাঘাট স্টেশনে থামবে।
এবার আসা যাক, দুটি নতুন লোকাল ট্রেনের খবরে। প্রথমটি হল, বিধাননগর থেকে কল্যাণী। প্রতিদিন এই ট্রেন বিধাননগরে ১৯:২৮ এ কল্যাণীর উদ্দেশ্যে একটি ট্রেন ছাড়বে। তাতে দমদমের ব্যাপক ভিড় খানিকটা সামাল দেওয়া যাবে বলে মনে করছে রেল।
দ্বিতীয়টি হল, বারাসত থেকে হাসনাবাদ। প্রত্যেকদিন ১২:১৫ মিনিটে ছাড়বে এই ট্রেন। হাসনাবাদ পৌঁছবে ১৩:৩৮ মিনিটে। আবার হাসনাবাদ থেকে ছাড়বে ১৩:৫৫ মিনিটে, বারাসত পৌছবে ১৫:২৫ মিনিটে। এছাড়াও দমদম ক্যান্টনমেন্ট স্টেশনকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। যাতে দমদমের ভিড় কিছুটা ক্যান্টনমেন্ট স্টেশনে নিয়ে যাওয়া যায়।