scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

পরপর ২ ঘুমপাড়ানি গুলি, কুমিরমারিতে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার

দীর্ঘ
  • 1/6

দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে কাবু হল কুমীরমারির রয়্যাল বেঙ্গল টাইগার।
 

পরপর
  • 2/6

পরপর ২টি ঘুমপাড়ানি গুলি, কুমিরমারিতে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার
 

দীর্ঘ
  • 3/6

দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে কাবু হল কুমিরমারির রয়্যাল বেঙ্গল টাইগার। শনিবারই কুমিরমারিতে ঢুকে পড়া বাঘকে ঘুমপাড়ানি গুলি মারতে সক্ষম হয় বনদপ্তরের কর্মীরা। 
 

Advertisement
দু'টি
  • 4/6

দু'টি ঘুমপাড়ানি গুলি করে বাঘকে খাঁচাবন্দি করা হয়। বাঘ দেখতে ভিড় জমান এলাকাবাসীরা। বাঘটিকে উদ্ধার করে সুধন্যখালিতে নিয়ে যাওয়া হয় বলে বন দফতর সূত্রের খবর। আপাতত বাঘটিকে পর্যবেক্ষণে রাখা হবে বলেই জানা গেছে।
 

এই বাঘকে
  • 5/6

এই বাঘকে ফাঁদে ফেলতে মাইকে শোনানো হয় বাঘিনীর গর্জন। এই বাঘটিকে লোকালয়ে দেখা গেলে বনকর্মীরা ছুটে যান। চলে বাঘবন্দির সামগ্রিক প্রয়াস। এর আগে, শুক্রবারও গোসাবার লাহিড়ীপুর গ্রাম বাঘের পায়ের ছাপ মিলেছিল। শনিবার সকালেও নতুন করে আতঙ্ক ছড়ায় বাঘের পায়ের ছাপ।
 

বাঘবন্দি
  • 6/6

বাঘবন্দি করতে গোটা এলাকা নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলে বন দফতর কর্মীরা। ইদানিং, বারবার অবস্থান বদল করছে রয়্যাল বেঙ্গল। সম্প্রতি, কুলতুলিতে লোকালয়ে ঢুকে পড়ার ৬ দিন পর বাঘটিকে খুঁজে পাওয়া যায়। এ নিয়ে উত্তেজনাও ছিল চরমে।
 

Advertisement