scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Hilsa Fish : বাংলাদেশ থেকে ভারতে এল ১৬ টন ইলিশ, জানেন কত দাম?

পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ
  • 1/6

ঘোষণা হয়ে গিয়েছে আগেই। সেই মতো বুধবার বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতে (India) এল ইলিশ (Hilsa Fish)। 

পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ
  • 2/6

এদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে ৩টি ট্রাকে পশ্চিমবঙ্গে (West Bengal) আসে মোট ১৬ টন ইলিশ মাছ। আগামী কয়েকদিনের মধ্যে আরও ২০০ টন ঢুকবে বলে জানা যাচ্ছে। 

পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ
  • 3/6

সবমিলিয়ে পুজর আগে আসবে মোট ২০৮০ টন ইলিশ। এদিন একটি ইলিশ ব্যবসায়ী সংস্থার তরফে জানানো হয়, যে মাছগুলি এসেছে সেগুলির ওজন গড়ে ১ কেজি থেকে ১ কেজি ২৫০ গ্রাম। বর্তমান বাজার দর অনুযায়ী এই মাছগুলির দাম উঠবে প্রায় কেজি প্রতি ১৭০০-১৮০০ টাকা।

Advertisement
পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ
  • 4/6

প্রসঙ্গত, আসন্ন দুর্গাপুজোর কথা মাথায় রেখে গত সোমবারই ভারতে ইলিশ রফতানির অনুমতি দেয় বাংলাদেশের শেখ হাসিনার সরকার। 

পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ
  • 5/6

ইলিশ মাছ রফতানির বিষয়ে প্রাপ্ত আবেদনগুলি বাছাই করে শর্তসাপেক্ষে ৫২টি প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রফতানির অনুমতি দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ
  • 6/6

এই অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। সেক্ষেত্রে এখন শুধু পদ্মার (Padma River) ইলিশ এপার বাংলার ভোজনরসিকদের পাতে ওঠার অপেক্ষা।  

Advertisement