দীর্ঘ ৪ মাস পর খুলল হাওড়ার মঙ্গলা হাট (Howrah Mangla Haat)। করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave) আছড়ে পড়ার পর গত বছরের মতো এই বছরও বন্ধ করে দেওয়া হয় মঙ্গলা হাট। ফলে বেচাকেনা বন্ধ হয়ে যায় ব্যবসায়ীদের।
হাট ফের খোলায় খুশি ব্যবসায়ীরা। মুখে হাসি ক্রেতাদেরও। ব্যবসায়ীরা জানাচ্ছেন, মঙ্গলা হাট বন্ধ থাকায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছিল তাঁদের। পরিবারের মুখে কী ভাবে অন্ন তুলে দেবেন তা নিয়েও দুশ্চিন্তায় ছিলেন তাঁরা।
অবশেষে মঙ্গলা হাট খোলায় স্বস্তিতে ব্যবসায়ীরা। তবে হাট খুললেও লোকাল ট্রেন (Local Train) চালু না হওয়ায় ক্রেতার সংখ্যা কম বলেই জানাচ্ছেন বিক্রেতারা।
এদিকে হাট খুললেও করোনা বিধি কতটা মেনে চলা হচ্ছে তা নিয়ে প্রথম দিন থেকেই উঠতে শুরু করেছে প্রশ্ন। অধিকাংশ ব্যবসায়ী ও ক্রেতার মুখেই এদিন দেখা গেল না মাস্ক। এমনকী মেনে চলা হচ্ছে না সামাজিক দূরত্ব বিধিও।
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জাও। বিজেপির রাজ্য কমিটির সদস্য উমেশ রায় বলেন, সরকার দিশেহারা। কোনওরকম নজরদারি বা ভ্যাক্সিনেশন (Vaccination) ছাড়া কী ভাবে মঙ্গলা হাট খোলা হল তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।