করোনাবিধি মেনে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যোগ দিবস পালন করা হল। ছিল আলোচনাসভা আয়োজনও। সেখানে যোগের গুরুত্ব, উপকারিতা নিয়ে আলোচনা করা হয়।
যোগ দিবস পালনের আয়োজন করেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-ও। বাংলার হরিণঘাটার অফিসে অংশ নেন বহিনীর বিভিন্ন স্তরের আধিকারিক-কর্মীরা। ছিল কচিকাঁচারাও।
মুর্শিদাবাদের ১৪১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টার সহ ভগবানগোলা, জলঙ্গি প্রভৃতি সীমান্তের ক্যাম্পগুলিতে বিশ্ব যোগ দিবস পালিত হয়। চলতি বছরে যোগ দিবসের থিম ছিল ভার্চুয়াল মোড।
১৪১ নম্বর বিএসএফ কমান্ডিং অফিসার এস এন রৌতেলা বলেন, গুগল মিটের সাহায্যে জওয়ানদের পরিবারের সদস্যদের যুক্ত করা হয়। তাঁরা বাড়িতে বসেই যোগ দিবসে অংশগ্রহণ করেন।
সীমান্ত এলাকায় যেখানে যোগার পরিকাঠামো নেই যেখানে গুগল মিটের সাহায্যে যুক্ত করে যোগা করানো হয়েছে।
এ ছাড়া আশেপাশের গ্রামের বাসিন্দাদেরও একইভাবে যোগায় অংশগ্রহণ করানো হয়েছে। যোগের উপকারিতা এবং মানবজীবনে গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
'সুস্বাস্থ্য ও সুখী জীবন পাওয়ার মাধ্যমই হল যোগ, এর অভ্যাস মানুষকে নেতিবাচকতা থেকে সৃজনশীলতার দিকে নিয়ে যায়', আন্তর্জাতিক যোগ দিবসে (International Yoga Day 2021) জাতির উদ্দেশ্যে ভাষণে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যেই বহু কোভিড-যোদ্ধাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা প্রত্যেকেই চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি নিজেরা সুস্থ থাকতে ও কোভিড রোগীদের সুস্থ রাখতে যোগের প্রতি গুরুত্ব দিচ্ছেন। করোনাকালে কঠিন সময়ে যোগের অভ্যাস মানুষের মনোবল বাড়িয়েছে বলেই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে যে অনলাইন পড়াশোনা চলছে সেখানেও বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে ১০-১৫ মিনিট যোগব্যায়াম করানো হচ্ছে।