scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update: শীত কমে ফের বৃষ্টির সম্ভাবনা? দেখে নিন আবহাওয়ার আপডেট

ঠান্ডা বেড়েছে
  • 1/10

বৃষ্টির স্যাঁতস্যাতে ভাব কেটে ফের ফিরেছে শীত। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত ২ দিনে ফের কিছুটা ঠান্ডা বেড়েছে। 
 

সরস্বতী পুজোয় বৃষ্টি হবে কিনা
  • 2/10

তবে এরই মধ্যে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। অনেকেই আগামী কয়েকদিন, বিশেষত সরস্বতী পুজোয় বৃষ্টি হবে কিনা তা জানতে চাইছেন।

বৃষ্টির সম্ভাবনা নেই
  • 3/10

রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই ৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়া শুষ্কই থাকবে। ফলে ঠান্ডাও অনুভূত হবে। 

Advertisement
পরিবর্তন হবে না
  • 4/10

সোমবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। 

সরস্বতী পুজোর আগের দিন
  • 5/10

তবে তারপরেই আবহাওয়া বদলাবে। মঙ্গলবার, সরস্বতী পুজোর আগের দিন দক্ষিণবঙ্গের ৩ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

সবস্বতী পুজোর দিন সকালে
  • 6/10

পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সবস্বতী পুজোর দিন সকালে হালকা, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে৷

তাপমাত্রা বাড়তে পারে
  • 7/10

তবে এরপর আগামী সপ্তাহে ফের শীত বাড়ার সম্ভাবনা কম। বরং আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে।  

Advertisement
আলিপুরদুয়ারে সরস্বতী পুজোর দিন
  • 8/10

উত্তরবঙ্গের জেলাগুলিতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সরস্বতী পুজোর দিন সকালে বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই।

 বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • 9/10

এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও, যেমন কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

সকালের দিকে কিছুটা কুয়াশা
  • 10/10

একইভাবে উত্তরবঙ্গে কুয়াশাও কম থাকবে। সকালের দিকে কিছুটা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যাবে। 

Advertisement