scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update: উত্তুরে হাওয়ার দৌলতে রাজ্যে চলবে শীতের ব্যাটিং, পশ্চিমে শৈত্যপ্রবাহের সতর্কতা

Weather Update
  • 1/9

বুধবারের পরে বৃহস্পতিবারের তাপমাত্রা  আরও নামল। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা কমে হয় ১৬. ৪ ডিগ্রি সেলসিয়াস।
 

Weather Update
  • 2/9

রাজ্যে উত্তরে হাওয়া ঢুকছে হু হু করে। ফলে শুক্রবার তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
 

Weather Update
  • 3/9

আবহাওয়া দফতর বলছে এই শীতের আমেজ বজায় থাকবে আগামী ৪ দিন। পাশাপাশি রাজ্যের  পশ্চিমের জেলা গুলি যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূমে শৈত্যপ্রবাহের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। 

Advertisement
Weather Update
  • 4/9

 দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দু'জায়গাতেই তাপমাত্রা অনেকটাই কমেছে। বর্তমানের তাপমাত্রা থেকে আগামী কদিন  ৫  ডিগ্রি পারদ কমে যাওয়ারও পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

Weather Update
  • 5/9

শহর কলকাতায় আগামী তিন দিনে আরো ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

Weather Update
  • 6/9

 উত্তরবঙ্গের দার্জিলিঙে বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি সেলসিয়াস।  আগামী কয়েক দিন আরো তাপমাত্রা কমবে। 
 

Weather Update
  • 7/9


আবহাওয়া দফতর বলছে এরকম আবহাওয়া থাকবে ১৮ তারিখ পর্যন্ত, ১৯ ও ২০ তারিখ তাপমাত্রা একটু বাড়বে। তারপর আবার তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে। দক্ষিণবঙ্গের ভোরের দিকে সামান্য কুয়াশা থাকবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হবে।
 

Advertisement
Weather Update
  • 8/9

এদিকে প্রবল শৈত্যপ্রবাহের কবলে উত্তর পশ্চিম ভারত। বুধবার শ্রীনগরের তাপমাত্রা ছিল ৮ বছরের মধ্যে সর্বনিম্ন। আর বৃহস্পতিবার তা নেমেছে ২৫ বছরের মধ্যে সব থেকে কমে। -৮.৪ ডিগ্রি সেলয়িয়াসে। 

Weather Update
  • 9/9

উত্তরভারতে কুয়াশার দাপটও রয়েছে। জাতীয় রাজধানীও শৈত্যপ্রবাহের কবলে। তাপমাত্রা নেমে গিয়েছে ৩.২ ডিগ্রিতে। আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের কোনও কোনও জায়গায় আগামী তিনদিন কোল্ড ডে কিংবা সিভিয়ার কোল্ড ডের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

Advertisement