scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update: বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ, আজ তুমুল বৃষ্টি কোন কোন জেলায়?

 Weather Update
  • 1/10


ওড়িশা উপকূলে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। যার জেরে  শনিবার সারাদিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টি হয়েছে। 

 Weather Update
  • 2/10

 আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা এভাবেই বৃষ্টি জারি থাকবে বাংলার উত্তরের এবং দক্ষিণের জেলাগুলোতে। নিম্নচাপের ভারী প্রভাব রাজ্যের সবর্ত্র না পড়লেও, উপকূল এলাকায় বেশি প্রভাব দেখা যাচ্ছে। পাশাপাশি আগামী সপ্তাহে বৃষ্টি বৃদ্ধি পাওয়ার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

 Weather Update
  • 3/10

আপাতত ওড়িশা  ওঅন্ধ্রপ্রদেশের দিকে সরে যাচ্ছে তৈরি হওয়া নিম্নচাপটি। তবে উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরির পূর্বাভাস আগেই দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। 

Advertisement
 Weather Update
  • 4/10

আবহাওয়া দফতর জানিয়েছে ২৮ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে  ২৭ জুলাই সোমবার  থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তা চলতে পারে ৩০ জুলাই শুক্রবার পর্যন্ত। অতিভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের  নদীগুলির জলস্তর বাড়তে পারে। নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে।

 Weather Update
  • 5/10


আবহাওয়া দফতরের তরফে সোমবার ২৭ জুলাইয়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে এই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে।

 Weather Update
  • 6/10

 আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার নাগাদ হিমালয়ের পাদদেশের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এববং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। 
 

 Weather Update
  • 7/10

দক্ষিণবঙ্গ নিয়ে  আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  রবিবা  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলারগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। 
 

Advertisement
 Weather Update
  • 8/10

হাওয়া অফিসের তরফে মঙ্গল ও বুধবার এই দুই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বলা হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি  হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টি  হতে পারে কলকাতা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে। আর বৃহস্পতিবারের  জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।  সেই কারণে মৎস্যজীবীদের জন্যও জারি করা হয়েছে সতর্কতা।
 

 Weather Update
  • 9/10

রবিবার কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কলকাতা সহ সংলগ্ন এলাকায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নগামী থাকতে পারে।

 Weather Update
  • 10/10

এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.৬  ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৩  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭  শতাংশ ও সর্বনিম্ন ৮৯  শতাংশ। 

Advertisement