বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ থাকবে মেঘলা। মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একটানা অনেকক্ষণ ধরে বৃষ্টির পূর্বাভাস নেই।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ ও সর্বনিম্ন পরিমাণ ৬৮ শতাংশ।
তবে হাওয়া অফিস বলছে সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যে । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর সতর্ক করছে , প্রবল বর্ষণের জেরে নদীর জলস্তর বাড়বে। দার্জিলিং, কালিম্পঙের মতো পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হয়েছে।
আজ থেকে ৩ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাতে হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের দু-এক জেলায় বৃষ্টি বাড়বে সোমবার থেকে। সোমবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি।
ঝাড়খন্ডে রয়েছে ঘূর্ণাবর্ত। মৌসম ভবন বলছে, আগামী ৪৮ ঘণ্টা একই জায়গায় অবস্থান করবে এই ঘূর্ণাবর্ত। পূর্ব-পশ্চিম অক্ষরেখা ঝারখন্ড থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত থাকবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে ঘূর্ণাবর্ত হয়ে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই বৃষ্টি চলবে বঙ্গে।