গত সপ্তাহে রাজ্যের সর্বত্র বিক্ষিপ্ত বৃষ্টিপাত লেগেই ছিল। সেই রেশ চলছে চলতি সপ্তাহেও। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। বিশেষ করে উত্তরবঙ্গে আজ থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। মালদহে হবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জুলাই বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে এইসব জেলাগুলির কোনও কোনও জায়গায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিচের দিকের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। জানিয়েছেন, বাড়তে পারে নদীর জলস্তরও। যার ফলে আবারও একটি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলায়। উত্তরের জেলাগুলোতে বৃষ্টির জেরে ধস নামার সম্ভাবনা থাকায় শনিবার অবধি কমলা সতর্কতা জারি থাকছে। এরমধ্যে আলিপুরদুয়ারে জারি লাল সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হচ্ছে।
দক্ষিণবঙ্গ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে।
এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও সিকিম, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশসহ উত্তর -পূর্বের বেশ কয়েকটি রাজ্যে আগামী ৪ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ ও সর্বনিম্ন পরিমাণ ৭০ শতাংশ। এদিকে বাতাসে জলীয়বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি জারি থাকবে চলতি সপ্তাহেও। শহরে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে মৌসম ভবনের পূর্বাভাস মিলল না দিল্লি ও এনসিআর সংলগ্ন এলাকায়। প্রথমে বলা হয়েছিল ২৫ জুনের ১০ দিন আগে ১৪-১৭ জুনের মধ্যে রাজধানীতে বর্ষা আসবে। তবে সেই ভবিষ্যতবাণী ফেল।
তবে আবহাওয়া অধিদফতর দাবি করেছে যে সাম্প্রতিক বছরগুলিতে তাদের পূর্বাভাসের যথার্থতা উল্লেখযোগ্যভাবে বে়ড়েছে। পূর্বে যে পূর্বাভাসগুলি কেবলমাত্র ৬০ শতাংশ মিলে যেত এখন এটি ৮০ শতাংশ পর্যন্ত সঠিক প্রমাণিত হচ্ছে।