Advertisement
পশ্চিমবঙ্গ

Weather: ভরা কোটাল-সঙ্গে নিম্নচাপ! প্রবল দুর্যোগের প্রমাদ গুনছে বাংলা

  • 1/8

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে শুক্রবার। তারপর শক্তি বাড়িয়ে ওড়িশার ওপর দিয়ে যাবে।  এর হাত ধরে আমাদের রাজ্যে ৪৮  ঘন্টায় মৌসুমী বায়ু প্রবেশ করবে।

  • 2/8


নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণে শুক্রবার থেকেই রাজ্যে বাড়বে বৃষ্টির পরিমাণ।  বিশেষ করে দুই ২৪  পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতার কিছু জায়গায় ভারি বৃষ্টি হবে।

  • 3/8

শনিবার ভারি বৃষ্টির পূর্বাভাস করেছে   দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই ২৪ পরগনাতে। রবিবার বৃষ্টি চলবে  পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে। সাথে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

Advertisement
  • 4/8


এদিকে শুক্রবার থেকে সমুদ্রে ৪৫  কিমি বেগে হাওয়া বইবে।  তাই মৎস্যজীবীদের  সমুদ্রে যেতে  নিষেধ করা হয়েছে। 

  • 5/8


রাজ্যের উপকূলীয় জেলা গুলোতে ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইবে। এই ঝড় বৃষ্টি যখন হবে তখন বজ্রপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কবার্তাও দিচ্ছে হাওয়া অফিস। 
 

  • 6/8


ভরা কোটালের কারণে শুক্রবার  জ্বলচ্ছাস হওয়ার সম্ভাবনা দক্ষিণ ২৪  পরগনার বিভিন্ন গ্রামে। পূর্ব মেদিনীপুরেও সতর্কবার্তা জারি করা হয়েছে।

  • 7/8

দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক উলগানাথন জানিয়েছেন  ভাঙা বাঁধ অনেক জায়গায় ঠিক করা হয়েছে।  যেখানে যেখানে এখনো বাঁধ ঠিক হয়নি সেখানে স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।  যেমন গোড়ামরা দ্বীপ, মৌসুমী দ্বীপ এসব জায়গা থেকে লোকেদের সরানো হয়েছে।

Advertisement
  • 8/8

ইতিমধ্যে পঞ্চায়েতের  সদস্যদের অ্যালার্ট করা হয়েছে। মাইকিং চলছে সবজায়গায়। ১৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়।  প্রয়োজনে আরো লোক সরানো হব।
 

Advertisement