scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast: দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

Weather Update
  • 1/9

বৃহস্পতিবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে  খাতায়-কলমে  দেশ থেকেই বিদায় নিল বর্ষা। একাধিক রাজ্যে নিম্নচাপের চোখ রাঙানির মাঝেই এদিন এই নতুন খবর শুনিয়েছে মৌসম ভবন।

Weather Update
  • 2/9

  দক্ষিণবঙ্গের জন্যও  আশঙ্কা দূর করে আশার কথা শুনিয়েছে  আবহাওয়া দফতর। দুর্যোগপূর্ণ আবহওয়া এবার কাটতে চলেছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
 

Weather Update
  • 3/9

আবহাওয়া দফতর  জানাচ্ছে, নিম্নচাপটি বুধবার সন্ধ্যে নাগাদ কিছুটা দুর্বল হয়ে পড়ে। তারপর ঝাড়খণ্ডের ধানবাদের কাছে গিয়ে বর্তমানে আশ্রয় নিয়েছে। সেই কারণে বাংলার উপর থেকে চাপ কিছুটা হলেও কমেছে।
 

Advertisement
Weather Update
  • 4/9

নিম্নচাপ অবস্থান বদল করায় কলকাতা এবং তৎসংলগ্ন জেলাগুলোতে সেভাবে বৃষ্টির কোন সম্ভাবনাই নেই। তবে পশ্চিমের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে।
 

Weather Update
  • 5/9

হাওয়া অফিস বলছে, গতকালের  নিম্নচাপ এখন ঝাড়খন্ড ও বিহারের উপরে রয়েছে।  এর ফলে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেল গুলোর কিছু কিছু জায়গায় আজ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে।
 

Weather Forecast
  • 6/9

দক্ষিণের  বাকি জেলাতে আজ হালকা বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
 

Weather Update
  • 7/9

 কাল অর্থাৎ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া  উন্নতি হবে।

Advertisement
Weather Forecast
  • 8/9

তবে  কাল অথাৎ শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।  দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে ভারি বৃষ্টি হবে।  গোটা  উত্তরবঙ্গেই বৃষ্টি চলবে।
 

Weather Update
  • 9/9

কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি  চলবে, কাল থেকে বৃষ্টির পরিমান আরো কমবে। 

Advertisement