আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব হাওয়ার দাপট রেছে বাংলা ও বাংলাদেশ উপকূলে। এই বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবে বৃষ্টি চলবে লক্ষীপুজো পর্যন্ত।
বৃষ্টির ফলে তাপমাত্রা কমতে পারে রাজ্যে। সোমবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত নিচে নামতে পারে বলে আবহাওয়াবিদদের অনুমান।
সোমবারের আবহাওয়া
সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সর্তকতা। ৫০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ৪০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইবে কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে।
মঙ্গলবারের আবহাওয়া
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সর্তকতা থাকছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সর্তকতা। ৪০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ।
বুধবারের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাতের সর্তকতা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায়। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূমেও ভারী বৃষ্টির সর্তকতা। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যান্য জেলাতেও।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক দফায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস । গতকাল অর্থাৎ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫ মিলিমিটার।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ রয়েছে তেলেঙ্গানার উপরে। তা ক্রমশ উত্তর-পশ্চিমে সরে উত্তরপ্রদেশের দিকে যাবে। এই নিম্নচাপের প্রভাবে ওড়িশা বিদর্ভ মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সর্তকতা।
এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার ও পুবালি হওয়ার সংঘাতে সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে হরিয়ানা, চন্ডিগড়, রাজস্থান, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। সোমবার প্রবল বৃষ্টি হতে পারে পশ্চিম উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায়।