scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Municipal Election 2022 : বিধানসভায় ব্যর্থতার পরেও পুরভোটে যুবমুখেই ভরসা বামেদের, কেন?

ভরসা যুব সম্প্রদায়ের ওপরে
  • 1/7

গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের (Congress) সঙ্গে জোট বেঁধে লড়েছিল বামেরা। লালঝান্ডা নিয়ে নির্বাচনী লড়াইতে নেমেছিলেন অনেক তরুণতুর্কী। তাঁদের মধ্যে অনেকেই ছিলেন আবার নতুন মুখ। 

ভরসা যুব সম্প্রদায়ের ওপরে
  • 2/7

প্রচারের ময়দানে রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন তাঁরা। যার জেরে সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার আড্ডা, সর্বত্রই বামদের যুব প্রার্থীদের নিয়ে বেশ আলোচনা শোনা যায়। 

ভরসা যুব সম্প্রদায়ের ওপরে
  • 3/7

কিন্তু তারপরেও ভোটের ফলাফলে দেখা গিয়েছিল, প্রাপ্তির ঝুলি শূন্য। অর্থাৎ একটিও আসনে জয় পায়নি বামেরা (Left Front)। তবে সেসব এখন অতীত। এখন সামনে সবচেয়ে বড় পরীক্ষা রাজ্যের পুর নির্বাচন (West Bengal Municipal Election 2022)।

আরও পড়ুন'প্রচারে মমতা ছাড়া আর কারও ছবি নয়', সাফ জানালেন মদন

Advertisement
ভরসা যুব সম্প্রদায়ের ওপরে
  • 4/7

আর উল্লেখ করার মতো বিষয় হল, এই নির্বাচনেও তরুণ তথা নতুন মুখেদের ওপরে অনেকটাই ভরসা রেখেছ বামেরা। 

ভরসা যুব সম্প্রদায়ের ওপরে
  • 5/7

আর সেখান থেকেই কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেছেন, গত বিধানসভা নির্বাচনে ওইভাবে ভরাডুবির পর ফের কেন সেই একই পথেই হাঁটল বামেরা? যদি ফলাফল ভাল না হয়, তাহলে কি সেই দায় কিছুটা এড়িয়ে যেতেই পিছিয়ে গেলেন বামেদের বড়িষ্ঠ নেতারা?

ভরসা যুব সম্প্রদায়ের ওপরে
  • 6/7

যদিও এই সব প্রশ্ন অবশ্য একেবারেই খারিজ করে দিয়েছেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য (Ashoke Bhattacharjee)। তিনি বলেন, 'আমরা যুব সম্প্রদায়ের ওপর ভরসা রাখছি। তারাই তো ভবিষ্যৎ। সামনে আমার কয়েকজন আছি। কিন্তু আমাদের ভবিয্য়ৎ এই যুব সম্প্রদায়।'

ভরসা যুব সম্প্রদায়ের ওপরে
  • 7/7

সেক্ষেত্রে এখন দেখার দলের বর্ষীয়ান নেতাদের এই ভরসার মর্যাদা কতটা রাখতে পারে যুব সম্প্রদায়। 

Advertisement