গত কয়েকদিন ধরেই একটি নিম্নচাপের বিষয়ে পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। এর ফলে দক্ষিণবঙ্গে কী প্রভাব পড়বে? অকাল বৃষ্টিতে কি শীতের আমেজ কাটবে?
সোমবার IMD-র আপডেট অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এটি গভীর নিম্নচাপে এবং পরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী ২৯ নভেম্বর নাগাদ এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে ঘনীভূত হতে পারে।
তারপর এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ে ঘনীভূত হতে পারে।
এর ফলে শীত আসতে আরও দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশচন্দ্র দাস বলেন, 'তাপমাত্রা কমবে, কিন্তু কলকাতায় তেমন প্রভাব পড়বে না। আকাশ হালকা মেঘলা থাকতে পারে। তাপমাত্রা ১ ডিগ্রি বাড়তে পারে।'
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা আপাতত ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে কমই থাকবে।
ইতিমধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।