Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weekend Weather Forecast: সপ্তাহান্তে ভারী বৃষ্টি দুই বঙ্গেই, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

  • 1/11

শহর কলকাতায় মঙ্গল-বুধবারের মত বৃহস্পতিবার সকালও ছিল মেঘে ঢাকা। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। 
 

  • 2/11

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের একটা বড় অংশে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। তার ফলে বাংলার একাধিক জায়গায় আজও  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

  • 3/11

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত  অবস্থান করছে ঘূর্ণাবর্ত। তার জেরেই  রাজ্যের  পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বর্ষণের সম্ভাবনা। 

Advertisement
  • 4/11

পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে এদিনও চলবে ভারী বৃষ্টি। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
 

  • 5/11

শুক্রবার  কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
 

  • 6/11

আবহাওয়া  দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার ও শুক্রবার অপেক্ষাকৃত কমবে বৃষ্টির পরিমাণ। তবে শনিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। 
 

  • 7/11

হাওয়া অফিস বলছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রাজ্যের দক্ষিণে পুরুলিয়া থেকে ক্যানিং হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Advertisement
  • 8/11

অন্যদিকে  ২৭-২৮ অগাস্ট থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। বিশেষ করে উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশের জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। 
 

  • 9/11

শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

  • 10/11

এদিনও কলকাতার আবহাওয়া থাকবে বর্ষণসিক্ত। আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

  • 11/11

আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে রাজ্যে কোনও নিম্নচাপ কিংবা ঘূর্ণাবর্ত নেই। ফলে আগামী সপ্তাহে ফের নতুন করে ভারী বৃষ্টির আভাস নেই। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি, স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। 

Advertisement