scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Baisakhi Banerjee latest news: শিক্ষাঙ্গন থেকে রাজনীতি, শোভন-বান্ধবী বৈশাখীর কিছু অজানা দিক

Sovan Chatterjee's friend Baishakhi banerjee
  • 1/9

বঙ্গ রাজনীতি আঙিনার বহুল চর্চিত নাম বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি যে কোনও দলের রাজনৈতিক পদাধিকারী তা নন। বরং শিক্ষাঙ্গনে তাঁর পরিচিতি ছিল কিছুটা। তাহলে রাজ্যের রাজনীতিতে তিনি এত জনপ্রিয় নাম কেন? কারণ একটাই। তিনি একদা মেয়র শোভন চট্টোপাধ্যায়ের "বিপদের বন্ধু"। কিন্তু দলীয় দায়িত্বে ‘ব্যক্তিগত সম্পর্ক’র আঁচ পড়ে দিদির কাননের জীবনেও। অগত্যা তৃণমূল ত্যাগ। এর সঙ্গে সঙ্গেই বাংলার রাজনৈতিক ময়দানে না থেকেও চলে এলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। 

Sovan Chatterjee's friend Baishakhi banerjee
  • 2/9

তৃণমূলে থাকাকালীন পরিবেশমন্ত্রী পদে যখন ছিলেন শোভন চট্টোপাধ্যায় সেই সময় পূর্ব কলকাতা জলাভূমি পরিচালন পর্ষদের কমিটিতে রেখেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। ওয়েবকুপা'র কমিটিতেও ছিলেন তিনি। যদিও তৃণমূল থেকে শোভনের ইস্তফা দেওয়ার পর সব পদ থেকে ইস্তফা দেন শোভন-বান্ধবীও। 
 

Sovan Chatterjee's friend Baishakhi banerjee
  • 3/9

বৈশাখী বন্দ্যোপাধ্যায় পেশায় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা। লোকসভা নির্বাচনের পর পরই বিজেপিতে যোগ দেন শোভন এবং বৈশাখী। কিন্তু প্রথম দিনই বৈশাখীকে সামলাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছিল বিজেপিকে। শোভন চট্টোপাধ্যায়কে রাজ্য দফতরে সংবর্ধনা দেওয়ার আমন্ত্রণপত্রে বৈশাখীর নাম না থাকায় বেজায় ক্ষুব্ধ হন তিনি। 

Advertisement
Sovan Chatterjee's friend Baishakhi banerjee
  • 4/9

পদ্ম শিবিরে বৈশাখীকে নিয়ে কম বিড়াম্বনা বাড়েনি। বৈশাখীর 'গোঁসা' মেটাতে মাঠে নামতে হয় বিজেপির বর্ষীয়াণ নেতাদের। তবে ওয়াকিবহাল মহলের মত শোভন যেন চলছেন বৈশাখী ছায়ায়।

Sovan Chatterjee's friend Baishakhi banerjee
  • 5/9

পুরোনও দল তৃণমূল ও নেত্রীকে নিয়ে শোভন সরব না হলেও তৃণমূল ত্যাগের পর বৈশাখী কিন্তু সোচ্চার হয়েছিলেন নানা ইস্যুতে। যদিও তার বেশিরভাগটাই ছিল ব্যক্তিগত বিষয়। পদ্ম শিবিরে শোভনের পদ বাড়লেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়নি বৈশাখীকে। কিন্তু দলের সঙ্গে বৈশাখীর মনোমালিন্য হলে শোভন থাকেন বান্ধবীর পাশেই। 
 

Sovan Chatterjee's friend Baishakhi banerjee
  • 6/9

তৃণমূলে তো অস্বস্তি ছিলই বৈশাখীকে নিয়ে। বিজেপিতেও প্রায় একই অবস্থা। সোমবার কথা দিয়েও মিছিলে অনুপস্থিত থাকলেন শোভন-বৈশাখী। যদিও ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন বৈশাখী। কিন্তু রাজনৈতিক মহলের মত, রাজনীতি কে করছেন? শোভন না বৈশাখী? বিজেপিতে যোগ দেওয়ার পর শোভন যতটা প্রকাশ্যে এসেছেন বৈশাখী প্রসঙ্গ এসেছে অনেক বেশি।
 

Sovan Chatterjee's friend Baishakhi banerjee
  • 7/9

মিল্লি আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তার আরও এক পরিচয় রয়েছে। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক মনোজিৎ মণ্ডলের স্ত্রী। যদিও রাজ্য রাজনীতিতে তিনি শোভন-বান্ধবী হিসেবেই পরিচিত। 
 

Advertisement
Sovan Chatterjee's friend Baishakhi banerjee
  • 8/9

প্রকাশ্য রাজনীতিতে কখনই আসেননি বৈশাখী। মিছিল, সভা, বৈঠক গড় হাজিরই থেকেছেন। যা নিয়ে সংবাদমাধ্যমেরও শিরোনামে এসেছেন একাধিকবার। কিন্তু রাজনৈতিক ময়দানে লড়াই করতে দেখা যায়নি তাঁকে। বরং সমালোচনা-বিতর্কে রাজনীতিতে প্রকাশ্যে এসেছেন বৈশাখী।

বৈশাখী (Baisakhi banerjee)
  • 9/9

তৃণমূল ছাড়ার পর শোভন চট্টোপাধ্যায়ও প্রকাশ্যে রাজনীতিতে আসা প্রায় ছেড়েই দিয়েছেন। বৈশাখীর প্রসঙ্গ উঠলে তবেই নাম আসে তাঁর। রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন, ময়দানে লড়াই তাহলে কে করছেন? শোভন ছায়ায় বৈশাখী না বৈশাখী ছায়ায় শোভন?

Advertisement