তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। গতকালের চেয়ে আজ আরও বেড়েছে তাপমাত্রা। আজ শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
এরই মাঝেই বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে আগামী ১-২ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদের কিছু অংশে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জুনের শুরুতেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন জেলায় থাকবে তীব্র গরম৷ আলিপুর আবহাওয়া দফতরের সতর্কতা, চলতি সপ্তাহের শেষ দিকে রাজ্যের পশ্চিম অংশের জেলাগুলিতে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে৷
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রে আগামী ২ দিন পাহাড় ও ডুয়ার্সে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর সেখনেও কমবে বর্ষণ।
এই পরিস্থিতিতে রাজ্যে বর্ষা কবে, ইতিমধ্যেই তৈরি হয়েছে সেই প্রশ্ন। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই বছর কেরলে বর্ষা ঢুকবে আগামী ৪ জুন বা তারও ১-২ দিন পরে৷
একটি সংবাদপত্রকে স্কাইমেটের সভাপতি জিপি শর্মা জানিয়েছেন, ১৯ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান সাগরের দক্ষিণ অংশে ঢুকেছে। তবে তারপর আর কোনও অগ্রগতি দেখা যায়নি। এখন আবার মৌসুমী বায়ুর অগ্রগতির খবর মিলছে।
যদিও বাংলায় কবে মৌসুমী বায়ু ঢুকবে, সেই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।
আরও পড়ুন - গ্রিন টি তৈরি ও খাওয়ার সময় এই ৫ ভুল কখনও করবেন না, উপকারের বদলে ক্ষতি