Rain Alert: ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টি।
আবহাওয়া দফতর জানিয়েছে ১৮ তারিখ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে তুমুল বৃষ্টি হতে পারে।
আগামী ১৯ তারিখও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার।
আগামী শনিবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। সেই সঙ্গে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
তবে ঘূর্ণাবর্তটি যদি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়, সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।