scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Corona Situation:গড়িয়া থেকে বাসন্তী, কোভিড জ্বরে দক্ষিণ ২৪ পরগনা, বন্ধ একের পর এক বাজার

Bengal Corona Situation
  • 1/10

সোনারপুর পুর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওযায় রাজপুর সোনারপুর পুর এলাকায় সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

Bengal Corona Situation
  • 2/10

আজ সকাল থেকেই বিভিন্ন বাজার এলাকা পরিদর্শন পুলিশের। গড়িয়া বাজারে যৌথভাবে পরিদর্শন করে ন বিধায়ক ও নরেন্দ্রপুর থানার আইসি ।

Bengal Corona Situation
  • 3/10

 প্রশাসনের পক্ষ থেকে  সিদ্ধান্ত নেওয়া হয় ৬,৭,১০ ও ১১ই জানুয়ারি সমস্ত বাজার ও দোকানপাট  বন্ধ রাখা হবে। শুধুমাত্র এমারজেন্সি পরিষেবা চালু থাকবে। 

Advertisement
Bengal Corona Situation
  • 4/10

এইসময় বাজারগুলি স্যানিটাইজ করার কাজ করবে পুরসভা। কোভিড বিধি রুখতে মাস্ক পরার ব্যাপারে সচেতনতা চালাবে প্রশাসন। মাস্ক ছাড়া কেউ বের হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
 

Bengal Corona Situation
  • 5/10

সাত সকালেই গড়িয়া বাজার যৌথ পরিদর্শন করলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসী বেগম ও নরেন্দ্রপুরের আইসি অনির্বান বিশ্বাস। 
 

Bengal Corona Situation
  • 6/10

মাস্ক ছাড়াই আজও অনেকেই বাইরে বের হয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে।

Bengal Corona Situation
  • 7/10


বাসন্তীতে করোনা ঊর্ধ্বমুখী হওয়ার পর বাসন্তী ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাসন্তী সোনাখালী শিবগঞ্জ সহ আশেপাশে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

Advertisement
Bengal Corona Situation
  • 8/10

গত তিনদিন আগে যে বাসন্তীতে ১০  জন আক্রান্ত মানুষজন ছিল। তিন দিন পরেই প্রায় ৪০  জন আক্রান্ত হয় এই বাসন্তী ব্লকে।  সেই কারণে বাসন্তী ব্লক প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আজ থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে পাঁচ দিন বাজার বন্ধ থাকবে।
 

Bengal Corona Situation
  • 9/10

বৃহস্পতিবার সকালে বাসন্তী বাজারে এসে দেখা গেল দোকানপাট বন্ধ কিন্তু যেসব মানুষজন ঘোরাঘুরি করছে বেশিরভাগ মানুষের মুখে মাক্স নেই।
 

Bengal Corona Situation
  • 10/10

দোকানদারদের অভিযোগ এই ভাবে বন্ধ করে করোনা মুক্ত করা যাবে না।

Advertisement