scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

সুন্দরবনের মোল্লাখালি এলাকায় ওগুলো কার পায়ের ছাপ? বাঘের আতঙ্কে কাঁপছে গ্রাম

লোকালয়ে বাঘের আতঙ্ক
  • 1/5

সুন্দরবনের (Sundarbans) লোকালয়ে আবারও বাঘের আতঙ্ক। এবার ঘটনাস্থল ছোট মোল্লাখালির হেতালবাড়ি। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গ্রাম সংলগ্ন ম্যানগ্রোভের ঝোপে কোনও প্রাণির পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। 

লোকালয়ে বাঘের আতঙ্ক
  • 2/5

গ্রামবাসীদের দাবি ওইগুলি বাঘের পায়ের ছাপ। এরপর লোকালয়ে বাঘ ঢুকেছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

লোকালয়ে বাঘের আতঙ্ক
  • 3/5

খবর দেওয়া হয় বনদফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনদফতরের আধিকারিকরা। শুরু হয় বাঘের তল্লাশি। যদিও এখনও বাঘের দেখা দেখা পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে।

Advertisement
লোকালয়ে বাঘের আতঙ্ক
  • 4/5

প্রসঙ্গত, সুন্দরবন এলাকায় মাঝেমধ্যেই বাঘের হানার খবর পাওয়া যায়। কিছুদিন আগেও সুন্দরবনে জনবসতিপূর্ণ এলাকার কাছে দেখা মিলেছিল বাঘের (Royal Bengal Tiger)। গ্রামবাসীদেরই তোলা একটি ভিডিওতেই সেই ছব ধরা পড়ে। 

লোকালয়ে বাঘের আতঙ্ক
  • 5/5

সেই সময় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক লোকালয়ে বাঘের প্রবেশ রুখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সুন্দরবনকে ঘিরে একটি বড় প্রকল্পের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। সেক্ষেত্রে অত্যাআধুনিক ফেন্সিং ও রাবার নেটের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী। 

Advertisement