scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

কুলতলিতে বাঘ ধরতে ঘুম পাড়ানি গুলি ছোড়ার তোড়জোড়, উড়ল ড্রোনও

ফাইল ছবি
  • 1/7

বিগত পাঁচ দিন ধরে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির (Kultali South 24 Parganas) লোকালয়ে ছড়িয়েছে বাঘের আতঙ্ক। (ফাইল ছবি)

কুলতলিতে বাঘের আতঙ্ক
  • 2/7

প্রথমে কুলতলির ৫ নম্বর গোপালকাটা গ্রামে ঢুকে পড়ে বাঘ। পরে সেই বাঘ ডোঙাজোড়া গ্রাম লাগোয়া পিয়ালী নদীর চরায় ম্যানগ্রোভের জঙ্গলে আশ্রয় নেয়। এখনও বাঘটি সেখানেই রয়েছে বলে জান যাচ্ছে।

কুলতলিতে বাঘের আতঙ্ক
  • 3/7

ইতিমধ্যেই দু'জনকে জখমও করেছে বাঘটি। বিগত তিনদিন ধরে বাঘ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দফতর। 

Advertisement
কুলতলিতে বাঘের আতঙ্ক
  • 4/7

বারে বারে খাঁচা পাতা হলেও ধরা পড়েনি বাঘটি। এমনকী রবিবারও ছাগলের টোপ দিয়ে দুটি খাঁচা পাতা হয়। কিন্তু তাতে ধরা যায়নি সেটিকে। গতকাল রাতে পাহারাও দেন বনকর্মী, পুলিশ ও গ্রামবাসীরা।

কুলতলিতে বাঘের আতঙ্ক
  • 5/7

তবে ধরা না পড়লেও বাঘটি বেশকয়েকবার নাইলনের জাল ছিঁড়ে বাইরে বেরনোর চেষ্টা করেছে। 

কুলতলিতে বাঘের আতঙ্ক
  • 6/7

এবার তাই বাঘটিকে ঘুম পাড়ানি গুলি করে ধরার প্রস্তুতি শুরু হল। বাঘটি যে এলাকায় লুকিয়ে রয়েছে, সেই জায়গাটি  ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে। পাশাপাশি নাইলনের জাল দিয়ে ঘেরা অংশ ছোট করা হচ্ছে। যাতে সহজেই বাঘের কাছে পৌঁছনো যায়।

কুলতলিতে বাঘের আতঙ্ক
  • 7/7

ইতিমধ্যেই জঙ্গলের একাধিক জায়গায় মাচা বাধা হয়েছে। সেই মাচা থেকেই ঘুম পাড়ানি গুলি চালানো হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও কুলতলির ডোঙ্গাজোড়া শেখ পাড়া এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাশাপাশি জঙ্গলের কোথায় বাঘটি লুকয়ে রয়েছে তা খুঁজতে ওড়ানো হচ্ছে ড্রোনও। তাছাড়া আজও দুটি খাঁচা পাতা হচ্ছে। তবে এখনও পর্যন্ত বাঘটিকে ঘুম পাড়ানি গুলি মারা সম্ভব হয়নি।

Advertisement