সোমবার, সপ্তাহের শুরুতেই বাংলার আকাশ মেঘলা। এর কারণে খানিকটা স্বস্তি পেয়েছেন সকলেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশও সকাল থেকে মেঘাচ্ছন্ন।
তবে দক্ষিণবঙ্গবাসীর জন্য মন খারাপের বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আকাশ মেঘলা থাকলেও আপাতত আগামী পাঁচ দিনে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
যদিও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। হাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সর্তকতাও থাকছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে আবহাওয়া বৃষ্টির অনুকূল নয়, ফলে প্রধানত শুষ্ক থাকবে। যদিও আগামী ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম এই জেলাগুলিতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন নেই। যদিও উপকূলীয় জেলাগুলির তুলনায় পশ্চিমের জেলাগুলিতে একটু তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা আছে।