সোমবারের মতো মঙ্গলবারের সকালেও দখিনা হাওয়ার দাপাদাপি দক্ষিণবঙ্গজুড়ে। তবে এদিন মেঘ সরে চৈত্রের রোদ্দুর উঁকি মারতেই গরমের রেশ বেশ মালুম হয়েছে।
সেইসঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সকাল থেকেই ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত শুকনোই থাকবে।
হাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ।এছাড়া উত্তরবঙ্গের উপরে পাঁচটি জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ।
দক্ষিণবঙ্গে ক্ষেত্রে আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই, আবহাওয়ার শুষ্ক থাকবে। শুধুমাত্র আগামী ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ, নদিয়ায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস বলছে, উপকূলীয় জেলাগুলোতে তাপমাত্রা খানিকটা কম থাকবে। মেঘলা থাকার জন্য অসস্তি অনেকটাই কম থাকবে দক্ষিণবঙ্গে।