গত কয়েকদিন হল কলকাতার আকাশ মেঘলা, তবে বৃষ্টির দেখা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হচ্ছে।
উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অগামী ২৪ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার কিছুটা অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুই জায়গাতেই দিনের তাপমাত্রার তেমন কোন পরিবর্তন হবে না চলিত সপ্তাহে।
রাজ্যে আর্দ্রতা প্রচুর পরিমাণে ঢুকেছে তার জন্য অস্বস্তিকর পরিবেশ অর্থাৎ প্রচুর পরিমাণে ঘাম হবে।