
বাংলা নববর্ষের এখনও এক সপ্তাহ বাকি। তার আগে চৈত্রের রোদে তপ্ত বাংলা। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। চড়া রোদে অতিষ্ঠ রাজ্যবাসী।

এই আবহে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব ঝাড়খণ্ডের উপরে। এছাড়া আর কোনো সিস্টেম নেই।

রাজ্যের পশ্চিম দিক থেকে যে বাতাস প্রবেশ করছে তা শুষ্ক।

এছাড়া দক্ষিণ-পশ্চিম দিক থেকে কিছু জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে উত্তরবঙ্গের দিকে ।

এই জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ফলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

দার্জিলিং ও আলিপুরদুয়ারে কয়েক জায়গায় ভারি বৃষ্টি হতে পারে।

উত্তর ভিজলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী দুই মেদিনীপুরে সামান্য বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিস বলছে, রাজ্যে আপাতত তাপমাত্রা যা আছে তাই থাকবে।

শহর কলকাতার তাপমাত্রা শুক্রবার ৩৪ থেকে ৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে।

শহরে এখনি বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই।