scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

বুধবার থেকে খুলছে তারাপীঠ, তবে পুজো দিতে মানতে হবে এই বিধি

Tarapith
  • 1/8


করোনা (Covid 19) সংক্রমণ রুখতে  গত ১৬ মে থেকে রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করে সরকার। তার জন্য বন্ধ ছিল  তারাপীঠ মন্দিরও (Tarapith Temple)। সরকারি নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ।
 

Tarapith
  • 2/8

 রাজ্য সরকারের বিধিনিষেধ ১৫ জুন পর্যন্ত বলবৎ রেখেছে। তাই ১৬ জুন থেকে খুললতে চেলেছে তারাপীঠ মন্দির। 

Tarapith
  • 3/8

প্রায় একমাস পর খুলছে মন্দিরের দরজা। তবে কড়া করোনাবিধি মেনে চলতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি।
 

Advertisement
Tarapith
  • 4/8


মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে সকলকে মেনে চলতে হবে কোরোনা বিধি। সেইসঙ্গে গর্ভগৃহে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ।
 

Tarapith
  • 5/8

 বর্তমানে রাজ্যে সংক্রমণ বেশ খানিকটা কমে আসায় ফের সকলের জন্য খুলে দেওয়া হচ্ছে  মা তারার মন্দির।

Tarapith
  • 6/8

তবে মন্দির খুললেও  গর্ভগৃহে মা তারাকে জড়িয়ে প্রণাম করা যাবে না।

Tarapith
  • 7/8

মন্দির বন্ধ থাকলেও এতদিন পুণ্যার্থীদের তারাপীঠ মন্দিরের সেবাইতরা ভিডিয়ো কলের মাধ্যমে মায়ের দর্শন করাচ্ছিলেন। পুজোও নেওয়া হচ্ছিল। 
 

Advertisement
Tarapith
  • 8/8

মন্দির বন্ধ থাকায় আশপাশের ছোট ব্যবসায়ীর বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছিল। মন্দির খুলে দেওয়ার সিদ্ধান্তে পুণ্যার্থীদের মতো খুশি তাঁরাও।

Advertisement